ভোলায় ধা‌নের বয়লার বিস্ফোরণে নিহত ১

|

ভোলা করেসপনডেন্ট:
ভোলায় ধান সিদ্ধ করার মে‌শি‌ন বয়লার বি‌স্ফোর‌ণে মো: আল আ‌মিন মা‌ঝি (৩০) না‌মে একজন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়েছে মো: ফি‌রোজ নামের আ‌রও একজন। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে ভোলার চরফ্যাশন উপ‌জেলার চর মাদ্রাজ ইউ‌নিয়‌নের ২ নম্বর ওয়ার্ডের জলিল মাঝির বাড়িতে এ ঘটনা ঘ‌টে।
নিহত মো: আল আ‌মিন মাঝি ওই এলাকার মো: আব্দুল জ‌লিল মা‌ঝির ছে‌লে।
প্রত্যক্ষদর্শীরা ও নিহতের স্বজনরা জানান, ভোর থে‌কে আল আ‌মি‌নের নেতৃত্বে তার ভাই ফি‌রোজ মা‌ঝিসহ বেশ কয়েকজন ‌মে‌শি‌নে ধান সিদ্ধ করার কাজ কর‌ছি‌লেন। ওই সময় হঠাৎ বয়লার মেশিন বি‌স্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে আল আ‌মি‌নের মৃত্যু হয়। এবং আহত ফি‌রোজ‌কে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন ও পরবর্তীতে ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো: ইয়া‌সিন সাইদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এই ঘটনাটি তদন্ত কর‌ছেন বলেও জানান তিনি।
/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply