এইডসে আক্রান্ত হয়ে প্রতি বছর নাইজেরিয়ায় মারা যাচ্ছে ১৫ হাজার মানুষ

|

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রাণঘাতী এইডস রোগের বিস্তার রোধে সরকারের সর্বাত্মক প্রচেষ্টাও যেন বিফলে যাচ্ছে। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। দেশটির ন্যাশনাল এজেন্সি ফর দ্য কন্ট্রোল অব এইডসের (এনএসিএ) প্রধান টেমিটোপ ইলোরি এ তথ্য জানিয়েছেন।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন রাজ্যের রাজধানী আবেকুতায় একটি অ্যাডভোকেসি ও সংবেদনশীলতা কর্মসূচি চলাকালে তিনি সাংবাদিকদের বলেন, চলতি বছর এ পর্যন্ত এইডসের ২২ হাজারের বেশি নতুন কেস শনাক্ত করা হয়েছে।

কেবলমাত্র ২০২৩ সালেই দেশটিতে ৭৫ হাজার নতুন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত এবং এতে ৪৫ হাজার মৃত্যু রেকর্ড করা হয় বলে জানান তিনি।

নাইজেরিয়ায় এইডস সংক্রমণের হার ক্রমেই বাড়ছে উল্লেখ করে ইলোরি বলেন, দেশে বর্তমানে শূন্য থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৪০ হাজার শিশু রয়েছে, যারা এইচআইভিতে আক্রান্ত ।

তিনি আরও বলেন, মায়ের কাছ থেকে সন্তানের শরীরে এই রোগের সংক্রমণ প্রতিরোধে হিমশিম খাচ্ছে নাইজেরিয়া। এ বিষয়ে সরকারের কার্যক্রমের ত্রুটি রয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply