চট্টগ্রামে পাহাড়তলীতে দোকানে আগুন

|

চট্টগ্রামের পাহাড়তলীতে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১টার দিকে সরাইপাড়া তালুকদার নগর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মূহূর্তের মধ্যেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দোকানের মালামাল। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply