চলতি অর্থবছরের আগস্টের তুলনা সেপ্টেম্বর মাসে ডিজিটাল মাধ্যমে লেনদেন বেড়েছে ৪ হাজার ১০৪ কোটি টাকা। এটিএম, পস, সিএআরএমও ই-কমার্সে লেনদেন হয়েছে ৩৮ হাজার ২৭০ কোটি টাকা। যা তার আগের মাস আগস্টে ছিল ৩৪ হাজার ১৫৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, ব্যাংকে তারল্য সংকট থাকলেও এটিএম, পয়েন্ট অব সেল বা পস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিআরএম, ই-কমার্সে বেড়েছে লেনদেনের পরিমাণ। মানুষ এখন নগদ টাকার থেকে কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে স্বচ্ছন্দ বোধ করছে। দ্রুত লেনদেনের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে এটিএম বুথ স্থাপন করেছে।
বর্তমানে সারা দেশে এটিএম বুথের সংখ্যা ১৩ হাজার ১৬টি। সেপ্টেম্বরে এটিএম বুথে লেনদেন হয়েছে ২ কোটি ৭১ লাখ টাকার। যা আগস্টে ছিল ১ কোটি ৭৯ লাখ টাকা।
/এটিএম
Leave a reply