৭২ এর সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোনো সংসদে হয়নি, হয়েছিল পাকিস্তান আমলে। আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীতে সংবিধান সংস্কারে প্রস্তাবনা শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
ববি হাজ্জাজ বলেন, ১৯৭২ সালের সংবিধান দিয়ে মুজিববাদ কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা ও রাজনৈতিক দুরভিসন্ধির প্রকাশ ঘটিয়েছিল।
তিনি আরও বলেন, সংবিধান হবে দেশের জনগণের জন্য, সেখানে ব্যক্তিবিশেষের কোনো স্থান নেই। সেখানে ব্যক্তিকে অন্তর্ভুক্ত করলে তার পরিবার আওয়ামী লীগের মতো ক্ষমতায় গেঁড়ে বসতে চাইবে।
ভবিষ্যতে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন এনডিএম চেয়ারম্যান। সংবিধানের যেকোনো ধারাকে সংশোধনযোগ্য করার দাবিও জানান তিনি।
/এমএন
Leave a reply