বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে ভারত ও শেখ হাসিনা: জোনায়েদ সাকি

|

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও ভারত।

শনিবার (১৬ নভেম্বর) প্রেসক্লাবে গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, রাষ্ট্র মেরামতের এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। এটি দেশের জন্য, আমাদের সকল জনগণের জন্য অস্তিত্বের প্রশ্ন।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যা করেছে, সবকিছুই এলোমেলো মনে হচ্ছে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেয়া যাবে না। ১০টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এতো কমিশনের প্রয়োজন কতটুকু রয়েছে সেই প্রশ্ন তোলেন তিনি।

সভায় বক্তারা বলেন, ভোটের আগে সব সংস্কারও করা যাবে না। পাশাপাশি- যেসব কমিশন গঠন করা হয়েছে; সেগুলো সংস্কার করার মতো দক্ষ বিশেষজ্ঞও নেই।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply