জনসনের ফাইফারে পাকিস্তানের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

|

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শনিবার (১৬ নভেম্বর) সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৪৮ রানের টার্গেট দেয় অজিরা। জবাবে ১৩৪ রানে থামে রিজওয়ানের দল।

নির্দিষ্ট রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় সফরকারীরা। দলীয় ১৭ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় পাকিস্তান। রিজওয়ান ও ফারহান দুজনকেই সাজঘরের পথ দেখান অজি পেসার স্পেন্সার জনসন। বাবর আজমকে প্যাভিলিয়নের পথ দেখান জেভিয়ার বার্টলেট।

উসমান খান তুলে নেন অর্ধশতক। জনসনের চতুর্থ শিকার হয়ে মাঠ ছাড়ার আগে খেলেন ৫২ রানের ইনিংস। ইরফান খান অপরাজিত থাকেন ৩৭ রানে। বাকি ব্যাটারদের সবাই বিদায় নেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত নির্দিষ্ট ওভার শেষ হবার ২ বল আগেই অলআউট হয় পাকিস্তান।

অজিদের পক্ষে ২৬ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন জনসন। এছাড়া অ্যাডাম জাম্পা পান ২টি উইকেট।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দুর্দান্ত সূচনা করলেও সেই রেশ ধরে রাখতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে শর্ট-ম্যাকগার্ক মিলে ৫২ রান তুললেও, দলীয় ৫৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা।

ইনিংসে সর্বোচ্চ ৩২ রান আসে শর্টের ব্যাটে। এছাড়া অ্যারন হার্ডির ২৮, গ্লেন ম্যাক্সওয়েলের ২১, ম্যাকগার্কের ২০ রানে ভর করে ১৪৭ রান তোলে অজিরা।

পাকিস্তানের পক্ষে ২২ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন হ্যারিস রউফ। এছাড়া আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিম তুলে নেন যথাক্রমে ৩ ও ২ উইকেট।

উল্লেখ্য, এ ম্যাচের ফলাফলে সিরিজ নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার। আগামী সোমবার হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দু’দল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply