সিএমএম আদালত থেকে পালালো ডাকাতি মামলার আসামি

|

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) পালিয়ে গেছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ থেকে আসামি আরিফ পালিয়ে যায়। 

জানা গেছে, মামলায় একদিনের রিমান্ড শেষে আসামি আরিফকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ তে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে তিনি আদালত থেকে পালিয়ে যান।

এদিন আসামির দেখভালের জন্য দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। এ ছাড়াও পলাতক আসামির বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানা গেছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply