টাঙ্গাইলে ফুলেল শ্রদ্ধায় মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

|

ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসুচি পালন করে।

আজ রোববার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তার পরিবারের সদস্যরা। এ ছাড়াও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দসহ বিস্ববিস্যালয়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। বিএনপির পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply