ঢাকার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে ৭ কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
জানা গেছে, এই কমিটি তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই করবে। পাশাপাশি অবকাঠামো থেকে শুরু করে দরকারি নানা বিষয় নিয়েও কমিটি কাজ করবে।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ সারাদিন তিতুমীর ক্যাম্পাস উত্তাল ছিল। কড়া পুলিশ পাহারায় ক্যাম্পাসে ‘ক্লোজড ডাউন’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জনসহ ক্যাম্পাসে অবস্থান, বিক্ষোভ ও মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে জলকামান ও টিয়ারশেলসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান করে।
/আরএইচ/এমএন
Leave a reply