স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:
আগামীকাল বুধবার (২০ নভেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়িতে যাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সফরকালে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেনী পৌঁছানোর কথা রয়েছে। ফুলগাজী পৌঁছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি পরিদর্শন করবেন তিনি। এরপর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন বিএনপির মহাসচিব।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু জানান, মহাসচিবের আগমনে কর্মসূচী বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। খালেদা জিয়ার নিজ সংসদীয় আসনে জনসভা হওয়ায় সাধারণ মানুষ খুব উচ্ছ্বসিত বলেও জানান তিনি।
এদিন বিকেলে ছাগলনাইয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া মহাসচিবের আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের মোটরসাইকেল শোডাউন বা গাড়ি বহর ও ব্যক্তিগত ছবি প্রদর্শন না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেন নেতারা।
/এমএইচ
Leave a reply