চলতি মাসেই তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকবে নিগার সুলতানা জ্যোতির ওপর। আর সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন নাহিদা আক্তার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দলের বেশিরভাগ সদস্যই আছেন আসন্ন এই সিরিজে।
দলে আছেন মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর প্রথম, ৩০ ডিসেম্বর দ্বিতীয় এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। সবকটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
/এএম
Leave a reply