পারমাণবিক অস্ত্র দিয়েই পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব: রুশ পররাষ্ট্রমন্ত্রী

|

যেকোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাবে রাশিয়া এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার দাবি, শুধুমাত্র পরমাণু অস্ত্রের ভয় দেখিয়েই পরমাণু যুদ্ধ ঠেকানো সম্ভব।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-টোয়েন্টি সম্মেলনে এমন মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পারমাণবিক যুদ্ধ যাতে না বাধে সেজন্য যা যা করা দরকার তাই করব। রাশিয়া বিশ্বাস করে, পারমাণবিক অস্ত্রই একমাত্র উপায় যা দিয়ে পারমাণবিক যুদ্ধ ঠেকানো যায়। পশ্চিমারা জানে না এমন কিছুই আমাদের পরমাণু নীতিতে সংযোজন করা হয়নি। ভিন্ন কিছু নেই সেখানে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply