কুষ্টিয়া করেসপনডেন্ট:
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে দেশীয় পিস্তলসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার শেখপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনা সদস্যরা।
কুষ্টিয়া সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দৌলতপুরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আটক আনিসুর রহমানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে উপজেলার শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনিসুরকে ১টি দেশীয় পিস্তলসহ আটক করা হয়।
সেনা ক্যাম্পের পক্ষ থেকে আরও জানানো হয়, আনিসুর রহমানকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এএম
Leave a reply