অ্যান্টিগায় কাল উইন্ডিজের বিপক্ষে নামবে টাইগাররা, ভুলতে পারবে কি দুঃসহ স্মৃতি

|

খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট। একের পর এক হার শুধুই ভারী করছে ব্যর্থতার পাল্লা। এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের জন্যই বছরের শেষ সিরিজও। এমন পরিস্থিতিতে আগামীকাল (২২ নভেম্বর) অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম, অপরদিকে চোটের কারণে উইন্ডিজ দলে নেই জেসন হোল্ডার। হোল্ডার না থাকলেও ঘরের মাঠে সবদিক থেকেই বেশ এগিয়ে ক্যারাবিয়ানরা।

অপরদিকে, অ্যান্টিগা বাংলাদেশের জন্য যেন এক বিভীষিকা। এই ভেন্যুতে ২০১৮ সালে মাত্র ৪৩ রানে অলআউট হওয়ার দুঃস্মৃতি আছে টাইগারদের। একই মাঠে খেলা সবশেষ টেস্টে ২০২২ সালে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। যেখানে দুই ইনিংসে ১০৩ ও ২৪৫ রানেই অলআউট হয় টাইগাররা।

ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে দলে ফেরা পেসার শরীফুল ইসলাম অ্যান্টিগার উইকেটে হতে পারেন বেশ কার্যকর। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে। কন্ডিশন বিবেচনায় দুই দলের একাদশেই থাকতে পারে তিন পেসার।

সাকিব, তামিম, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া প্রথমবার ক্যারিবীয় সফরে টাইগাররা। যদিও তারুণ্যনির্ভর দল নিয়ে বেশ আশাবাদী নবনিযুক্ত সহকারী কোচ সালাউদ্দিন।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে ১০ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মাঝে মাত্র ২টিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। বাকি ৮টিতেই দেখেছে হারের মুখ।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply