সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম। সরকারি চাকরিতে কোটা ইস্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেন এই তিন উপদেষ্টা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কুশল বিনিময় করেন তারা। এ সময় বিএনপি চেয়ারপারসন জুলাই-আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন।
কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার দিয়ে লেখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’
এছাড়া, কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে এ উপদেষ্টা তার ফেসবুক পেজে লিখেন, সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ।
দীর্ঘ একযুগ পর ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান খালেদা জিয়া। এই অনুষ্ঠানে যোগ দেয়ার মাধ্যমে ২০১৮ সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন। এছাড়া, ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে ওই বছরের ৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সিলেট সফর তার প্রকাশ্যে কোনো কর্মসূচি ছিল।
তারও আগে সবশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে এসেছিলেন তিনি। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন।
/এমএন
Leave a reply