সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি :
২৪ ঘণ্টা সীমান্ত এলাকাগুলোতে রোডব্লক করে তল্লাশি (নাগা চেকিং) চালাবে জেলা ও রাজ্য পুলিশ। এমনটা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, রেলেও নাগা চেকিং চলবে। এ বিষয়ে রেলের জিএমদের নিয়ে মুখ্যসচিব বৈঠক করবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজ্যের প্রশাসনিক বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় অনুপ্রবেশ, অর্থ ও স্বর্ণ পাচার প্রসঙ্গে সীমান্ত সুরক্ষার গাফিলতির অভিযোগ তুলে মোদী সরকারেরও তীব্র সমালোচনা করেন তিনি।
বাংলাদেশের দিকে ইঙ্গিত করে মমতা ব্যানার্জি বলেন, সীমান্তের দেশগুলোতে একটু টালমাটাল অবস্থা চলছে। এ অবস্থায় কেন্দ্রের যতটা সক্রিয় হওয়া উচিত ছিল তারা ততটুকু সক্রিয় হয়নি। রেল, বিমান আমাদের হাতে নেই। ফলে সীমান্ত ইস্যুতে কেন্দ্র সক্রিয় না হলে বিষয়টি জটিল হবে। তাই বাধ্য হয়ে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। তবে এ সময় ফরেন অ্যাফেয়ার্স বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
তিনি বলেন, সীমান্ত দিয়ে রাজ্যে জাল টাকা ঢুকছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এক্ষেত্রে জামতাড়া গ্যাং পশ্চিমবঙ্গে সক্রিয়। তাদের মূল টার্গেট শপিংমলগুলো। এ সময় জনগণকে সাবধান থাকার পরামর্শও দেন তিনি।
/আরএইচ
Leave a reply