রুশ ভূখণ্ডে দূর-পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আর মস্কোর পরমাণু নীতি বদলকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই পোল্যান্ডে নতুন মিসাইল ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। জানা যায় ১৩ নভেম্বরই উত্তরাঞ্চলীয় রেডজিকো শহরে আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রের এই মিসাইল ঘাঁটি। এমন ঘটনায় ব্যাপক চটেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ পারমাণবিক যুদ্ধের বার্তা দিচ্ছে- এমন বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের আরেকটি উস্কানিমূলক পদক্ষেপ এটি। রেডজিকো শহরে ওয়াশিংটন নতুন মিসাইল ঘাঁটি বানানোর কারণে পারমাণবিক যুদ্ধের শঙ্কা আরও বৃদ্ধি পেল। মস্কো শুরু থেকেই এই ঘাঁটিকে হুমকি হিসেবে দেখছে এবং প্রয়োজন হলে তা ধ্বংসও করা হতে পারে।
পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের এই নতুন মিসাইল ঘাঁটি স্থাপনের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে ওয়ারশ’। যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডের ‘গ্যারান্টার’ হিসেবে উল্লেখ করেছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা।
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা বলেছেন, কোন সন্দেহ নেই যুক্তরাষ্ট্র পোল্যান্ড ভূখণ্ডের নিরাপত্তা জোরদারকে প্রাধান্য দেয়। শুধু পোলান্ড নয় ন্যাটোভুক্ত সব দেশই এই নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত। রাশিয়া যে তাণ্ডব চালাচ্ছে এ অবস্থায় ওয়াশিংটনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।
মিসাইল ঘাঁটি ধ্বংসে রাশিয়ার হুমকির জবাবও দিয়েছে পোল্যান্ড। নিজেদের ভূখণ্ড আক্রমণের শিকার হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি বলেছেন, রাশিয়ার হুমকির পর পোল্যান্ডের নিরাপত্তা আরও জোরদারের পদক্ষেপ নেয়া হবে। শত্রুপক্ষের হামলা মোকাবেলায় সামরিক সক্ষমতা বৃদ্ধির সাথে ন্যাটো’র আকাশ প্রতিরোধ ব্যবস্থাও জোরদার করা হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক পর্ব শুরু হয়েছে বলে শঙ্কা বিশ্লেষকদের। যুদ্ধের ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়েছে নর্ডিক দেশগুলোয়। নেয়া হয়েছে সতর্কতামূলক নানা পদক্ষেপ।
/এআই
Leave a reply