কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের চরে হঠাৎ ধূলিঝড়

|

স্টাফ করসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামর রৌমারী ও উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর মাঝামাঝি চরে হঠাৎ ধূলিঝড়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৃষ্ট ঝড়টি বেশ কিছুক্ষণ স্থায়ী হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা এই ধুলাঝড়কে ‘বাইকুরানী’ নামে চেনেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে রৌমারী এবং উলিপুর উপজেলার মাঝামাঝি হঠাৎ করে ব্রহ্মপুত্র নদের বালুচর চর সােনাপুর ও সুখেরচর এলাকায় এই ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় আধা কিলােমিটার এলাকা জুড়ে অবস্থান করছিল। এই ধূলিঝড়টি পাইপের মতাে আকার ধারন করে বালু আকাশের দিকে উড়ে যায়। ঝড়ের এমন দৃশ্য দেখে নৌ-যাত্রী এবং স্থানীয় চরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারা আরও জানান, ঝড়ের সময় ওই এলাকায় ধুলাে উড়ে অন্ধকার হয়ে যায়। এ সময় মানুষ মুখে গামছা ও কাপড় বেঁধে নিরাপদ স্থানে চলে যায়। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি। এ সময় নৌকায় থাকা যাত্রীরা ঝড়ের দৃশ্য ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

চর সােনাপুর গ্রামর আলমগীর হােসেন জানান, হঠাৎ করে বাইকুরানী ঝড় এসে চরের বালু আকাশের দিকে উড়ে যায় এবং পুরাে এলাকা অন্ধকার হয়ে যায়। সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। 

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আবহাওয়ার প্রকৃতির উপর নির্ভর করে ধুলিঝড় হয়ে থাকে। তবে ব্রহ্মপুত্র নদের চরের এ ধুলাঝড়ে কােনো ক্ষতি হয়নি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply