ডোনাল্ড ট্রাম্প তার ভবিষ্যৎ প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল পদে অভিজ্ঞ প্রসিকিউটর পাম বন্ডিকে মনোনীত করেছেন। যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে ম্যাট গেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। আইন প্রয়োগ নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে পাম বন্ডির। তিনি আগে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবেও কাজ করেছেন। খবর, বিবিসির।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, পাম বন্ডি প্রায় ২০ বছর ধরে প্রসিকিউটর ছিলেন। তিনি সহিংস অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন এবং ফ্লোরিডার পরিবারগুলোর জন্য সড়কগুলোকে নিরাপদ করেন।
সিনেট নিশ্চিত করলে পাম বন্ডি দেশের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা হবেন। তিনি বিচার মন্ত্রণালয়ের এক লাখ ১৫ হাজারের বেশি কর্মচারী এবং প্রায় ৪৫ বিলিয়ন ডলার (৩৫.৭ বিলিয়ন পাউন্ড) বাজেটের দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট গেটজ।
/এমএইচআর
Leave a reply