১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু

|

রোমান সম্রাট হ্যাড্রিয়ানের অধীনে দ্বিতীয় শতাব্দীতে নির্মিত প্রাচীন কেস্ট্রোস ফোয়ারাটি প্রায় ১৮০০ বছর পর আবার চালু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যবাহী কেস্ট্রোস ফাউন্টেনটি তুরস্কের আনাতোলিয়ার নিকটবর্তী একটি ঐতিহাসিক শহর পার্জে অবস্থিত। প্রায় দুই বছর আগে, এই শহরটির ঐতিহ্যবাহী কেস্ট্রোস ফাউন্টেনটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়।

পুনরুদ্ধারের কাজ শেষ হবার পর আবার ফোয়ারা থেকে জল প্রবাহিত হচ্ছে। ফোয়ারার পানি মূলত কেস্ট্রোস নদী থেকে প্রবাহিত হয়। পার্জ খননের উপপ্রধান আইতাক ডনমেজ ব্যাখ্যা করেছেন যে ফোয়ারার জল একটি বিলাসবহুল ৭০০ মিটার (২২৯৭ ফুট) দীর্ঘ চ্যানেলের মধ্য দিয়ে একটি পুলে প্রবাহিত হয়। তিনি বলেন, এখন পর্যন্ত শুধুমাত্র প্রথম ১০০ মিটার পুনরুদ্ধার করা হয়েছে। বাকি কাজ খুব দ্রুতই শেষ হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, ”ফোয়ারাটি সম্পূর্ণরূপে সংস্কার করা এবং জনগণের জন্য খুলে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা। প্রাচীন নদীর দেবতা কেস্ট্রোসের প্রতিনিধিত্বকারী এই ফোয়ারাটি তুরস্কের পর্যটন খাতকে বহুগুনে বাড়িয়ে দিবে”।

আনাতোলিয়ার অন্যতম রোমান এই শহরটি মার্বেল ভাস্কর্যের জন্য বেশ বিখ্যাত। মূলত, পার্জ একসময় পামফিলিয়া অঞ্চলের রাজধানী ছিল।

১৯৪৬ সাল থেকে সাইটের খনন কাজ চলছে। সংস্কার কাজের অংশ হিসেবে একটি টাওয়ার, থিয়েটার, একটি স্টেডিয়াম ও রাস্তা নির্মাণ করা হবে। প্রাচীন এই শহরটি ২০০৯ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply