লালমনিরহাট করেসপনডেন্ট:
বিএনপির নিবাহী স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ সংস্কার বোঝে না, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে এসব বোঝে, ভোটের অধিকার বোঝে। জনগণ যেন ফুটবল খেলার মাঠের মত আনন্দ নিয়ে ভোট দিতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সেই পথ সুগম করার আহ্বান জানান তিনি।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসরের প্রথম সেমিফাইনাল খেলা শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে এই পথ যদি শেষ না হয় তাহলে কেমন হতো বলতো গানের সুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন, আজ আপনার আমার কথা শোনার জন্য জনগণ বসে নেই। তারা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধির কথা শুনতে চায়। সুন্দর একটি বাংলাদেশ দেখতে চায়।
তিনি বলেন, দেশের মানুষ আজ চিৎকার দিয়ে বলছেন, তারা বড় সংস্কার চান না। তারা চান মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ। এই সংস্কার জনগণের উপকারের জন্য নয়, এই সংস্কার তাদের জন্য যারা দেশ পরিচালনা করবেন। সংস্কার শেষে তারা যেন আবার স্বার্থপর না হয়ে যান অন্তবর্তী সরকারের প্রধানকে সেদিকেও নজর রাখার আহ্বান জানান।
তিনি আরও জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু বলতেন খেলা হবে খেলা হবে। দুঃখের বিষয় নির্বাচনের মতো খেলায় তারা আর কোনোদিন আসতে পারবেন কিনা সন্দেহ আছে।
/এএস
Leave a reply