আ. লীগ কর্মীকে পেটানোর ভিডিও ভাইরাল: ভুক্তভোগীর বাসায় বিএনপি নেতা রিজভী

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে উজ্জ্বল কুমার মণ্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিকাপুরে গিয়ে আহত উজ্জ্বলের পরিবারের সদস্যদের সাথে কথা বলে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি।

পরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী জানান, তারেক রহমানের নির্দেশে তিনি ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বড়াইগ্রাম থানার ওসিকে বলেছেন। সেই সাথে দোষীদের আটক না করে ভুক্তভোগীকেই কেন আটক করা হলো। সে বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডল। গত বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল তার নিজ বাড়িতে আসেন। এ খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উজ্জ্বলের বাড়িতে গিয়ে পরিবারের সবার সামনে তাকে বেধড়ক পেটাতে থাকে।

এ সময় উজ্জ্বলের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার বৃদ্ধ মা বাবা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। একপর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে যায়। পরে শুক্রবার সকাল থেকেই সেই ঘটনার ২ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply