সমুদ্রে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২ জন

|

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু হয়েছে ও নিখোঁজ রয়েছে আরও ২ শিশু। রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের খোনকারপাড়া পয়েন্ট সাগরে এই নিখোঁজের ঘটনা ঘটে।

তিনজনের মধ্যে নুর কামাল (১০) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ অপর দুইজন হলেন, একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)।

পুলিশ জানায়, টেকনাফ সদরের বিচ পয়েন্ট সাগরে খেলতে যায় একই এলাকার ১০-১৫ জন শিশু। এক পর্যায়ে তারা সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালায়। মৃত শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply