‘ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির খুব কাছাকাছি’

|

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যুদ্ধবিরতির খুব কাছাকাছি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) মধ্যপ্রাচ্যের একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, যদিও চুক্তি আগের চেয়ে অনেক কাছাকাছি পৌঁছেছে, তবে এটি এখনো সম্পূর্ণ নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, মধ্যস্থতাকারীদের এখনো কোনো চূড়ান্ত সম্মতি দেয়া হয়নি।

এদিকে, এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, যুদ্ধ বিরতির পথে অগ্রসর হচ্ছি, তবে এখনো কিছু বিষয় সমাধান করতে হবে।

চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইসরায়েলি হামলা বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যা মূলত এই অঞ্চলে একটি যুদ্ধবিরতি চুক্তির জরুরি প্রয়োজনীয়তাকেই তুলে ধরে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply