উগ্রবাদী প্রতিহতে কোনো সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা: সারজিস

|

বাংলাদেশকে অস্থিতিশীল করতে যারা অপতৎপরতা চালাচ্ছে, সে সব উগ্রবাদী প্রতিহত করতে বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা। এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

সারজিস বলেন, এদেশের মুসলমানরা শান্তিপ্রিয়। তারা যেমন নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, অন্যের ধর্মের প্রতিও। কিন্তু এই সহানুভূতিকে দুর্বলতা ভাবা যাবে না। বলেন, যাদের এদেশে ২৫ দিন দেহ থাকে আর বাকি পাঁচ দিন ভারতে মন নিয়ে গিয়ে চক্রান্ত করে এবং সেটার বাস্তবায়ন এদেশে ঘটায়; তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানো হবে না।

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় কাদের মন খারাপ হয়েছে, তা আমরা দেখেছি। কারা গণঅভ্যুত্থানে কতটুকু সমর্থন জানিয়েছিল, তাও দেখেছি।’ মাদরাসার শিক্ষার্থীরা গেল ছাত্র-জনতার অভ্যুত্থানে মন্দির পাহারা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এগুলোকে প্রশ্রয় হিসেবে দেখা হলে ভুল হবে।

ইসকনের সমালোচনা করে সারজিস বলেন, ‘গেল ফ্যাসিস্ট সরকার এই সংগঠনের সকল অপকর্ম আড়াল করে রেখেছিল। তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল। তারা গলাকেটে মানুষ হত্যা করে, গতকাল তা আমরা দেখেছি।’

এবার আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে ছাত্র-জনতা ছেড়ে দেবে না বলেও উল্লেখ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। বলেন, এ হত্যাকাণ্ডের বিচার না হলে, তা হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম ব্যর্থতা।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply