ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

|

ঠাকুরগাঁও করেসপনডেন্ট:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে আদিবাসী ও ভূমিহীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৃতি সরেন হাসদা (৫০) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। এছাড়া, সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে হরিপুর উপজেলার কারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তিরবৃদ্ধ গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে দামোল গ্রামের আদিবাসী বুধু হাসদা তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে কারিগাঁও গ্রামের কিছু জমি দখলে নেয়ার জন্য যায়। এ সময় জমির দখলে থাকা ব্যক্তিদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পৃতি সরেন হাসদা নামে একজন আদিবাসীর ব্যক্তির মৃত্যু হয়। এ সময় আদিবাসীদের ছোড়া তীরে কয়েকজন আহতও হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফুল বলেন, মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply