স্কিল ডেভেলপমেন্ট এড-টেক প্ল্যাটফর্ম ইন্টারেক্টিভ কেয়ারস পঞ্চমবারের মতো আয়োজন করছে ‘Idea Innovation 5.0’। ইভেন্টের এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ পুনর্নির্মাণ’। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজনের মাধ্যমে তরুণরা তাদের সৃজনশীলতা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মেন্টরশিপ, প্রফেশনাল নির্দেশনা ও প্রশিক্ষণ দেয়া হবে।
এতে আরও বলা হয়, প্রতিযোগিতায় একটি দলে সর্বোচ্চ চারজন থাকতে পারবে। এক্ষেত্রে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সদস্য নিয়ে দল গঠন করা যাবে। বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করার আহ্বানও জানানো হয়।
ইন্টারেক্টিভ কেয়ারসের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও রেয়ার আল সামির বলেন, দেশের প্রযুক্তি ও অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই টেকসই উন্নয়নের জন্য এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতায় তরুণরা তাদের আইডিয়া শেয়ার করার সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের দেড় লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ৮০ হাজার টাকা, প্রথম রানার আপ দল ৪০ হাজার টাকা ও সেকেন্ড রানার আপ দল ৩০ হাজার টাকা পাবে।
/আরএইচ
Leave a reply