অবৈধ অভিবাসন ঠেকাতে এবার চুক্তিসই করলো যুক্তরাজ্য-ইরাক। মানবপাচারের বিরুদ্ধে যৌথ পরিকল্পনা হাতে নিয়েছে দেশ দুটি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এই চুক্তির আওতায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণের জন্য ইরাকের আইনশৃঙ্খলা বাহিনীকে তিন লাখ পাউন্ডের সহায়তা দেবে যুক্তরাজ্য। পাশাপাশি, অর্থ সহায়তা পাবে ইরাকের কুর্দিরাও। তাদের দেয়া হবে দুই লাখ ব্রিটিশ পাউন্ড। এছাড়াও, পারস্পরিক সহযোগিতায় আরও বেশি পরিমাণে মানবপাচার সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভাগাভাগি করবে বাগদাদ-লন্ডন।
অবৈধ অভিবাসন ঠেকাতে বাড়বে দুদেশের যৌথ অভিযান। বাগদাদের দাবি, মানবপাচারকারীদের বিচারের আওতায় আনতেই করা হয়েছে এই চুক্তি।
উল্লেখ্য, প্রতিবছরই নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করার চেষ্টা করেন অসংখ্য অভিবাসী। যাতে প্রাণ যায় বহু মানুষের।
/এএম
Leave a reply