সমঝোতা ছাড়াই শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির সভা, হাইব্রিড মডেল প্রত্যাখ্যান পাকিস্তানের

|

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কি পাকিস্তান থাকছে? এই সমস্যার সমাধান হচ্ছেই না। পাকিস্তান যাবে না ভারত, আইসিসি আর ক্রিকেট বিশ্বকে নিয়ন্ত্রণ করা দেশটির চাওয়া হাইব্রিড মডেল। ঠিক যেমনটা হয়েছিলে পাকিস্তানে অনুষ্ঠিত সবশেষ এশিয়া কাপে।

অর্থাৎ পাকিস্তানের ম্যাচসহ আর কিছু ম্যাচ হবে সেখানে। ভারতের ম্যাচসহ অন্তত সেমিফাইনাল ও ফাইনাল হবে অন্য কোনো দেশে। ভারতের পছন্দের ভেন্যু হিসেবে তালিকায় ছিলো সংযুক্ত আরব আমিরাত।

এদিকে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোনো সমঝোতা ছাড়াই মাত্র শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু নিয়ে আইসিসির সভা।

আয়োজক পিসিবি সাফ নাকচ করেছে ক্ষতিপূরণ দিয়ে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসির দেয়া প্রস্তাব। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় অনলাইনে অনুষ্ঠিত হয় ১৫টি দেশের প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত এই সভা।

পাকিস্তান মিটিংয়ের শুরু থেকেই ছিলো তাদের সিদ্ধান্তে অনড়। তাইতো মাত্র ২০ মিনিট স্থায়ী হয়েছে মিটিং। তবে দ্রুতই আবারও সভা করে এই সমস্যার সমাধানে আবারো আলোচনায় বসতে সম্মত হয়েছে দেশগুলো।

পাকিস্তানি একাধিক গণমাধ্যম বলছে, পিসিবি ভারতে লাহোরে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। ভারতের সীমান্ত থেকে লাহোর খুব কাছে হওয়ায়, ভারত থেকে এসে ম্যাচ খেলা, আর ম্যাচ শেষে দ্রুতই দেশে ফিরে যাবার কথাও নাকি বলা হয়েছে প্রস্তাবে। তবে এই প্রস্তাবে রাজি হয়নি বিসিসিআই।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply