মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় ইনজুরিতে। সাকিব আল হাসানও খেলতে রাজি নন। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড গড়তে মহা সমস্যায় নির্বাচকরা। তাই বেশ কয়েকজন নতুন মুখকে দেখা যেতে পারে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে। সোহান-বিজয়দের মতো অভিজ্ঞরাও থাকতে পারেন সেই দলে।
নির্বাচকদের চাহিদায় সাকিব ছিলেন, আছেন। কিন্তু চাইলেই কি আর সব পাওয়া যায়? দেশ থেকে টেস্ট ক্রিকেটে অবসরের সুযোগ সাকিব পাননি। সাবেক অধিনায়ক এবার শর্ত জুড়ে দিয়েছেন, দেশে ফিরতে পারলেই তবে জাতীয় দলের হয়ে খেলবেন। সেইসাথে ফ্রিজ করে দেয়া তার ব্যাংক একাউন্টও স্বাভাবিক করতে হবে।
একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ইনজুরি, সাথে সাকিবকে না পাওয়া। সবমিলিয়ে নির্বাচকরা পড়েছেন মহাসমস্যায়। এমনিতেই বাংলাদেশ দলে বিকল্প ক্রিকেটারদের অভাব, সেসব ক্রিকেটার যখন শান্ত-মুশি-হৃদয়-সাকিব; এই মুহুর্তে তাদের বিকল্প চিন্তা করাও যেন কঠিন।
সেই কঠিন বিষয় নিয়েই নির্বাচকদের চিন্তা করতে হচ্ছে। একে তো বিকল্প পাওয়া কঠিন, সেই সঙ্গে খেলা ওয়েস্ট ইন্ডিজে। হুট করেই ভিসাও মিলবে না। সেজন্য সিলেক্টরদের বিকল্প ভাবনায় আগের সিরিজে স্কোয়াডে থাকা জাকির, ডিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক অংকন।
টেস্ট দলের দিপু-জয়ও নির্বাচকদের ভাবনায় আছেন। পাশাপাশি গ্লোবাল সুপার লিগে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকা নুরুল হাসান সোহান, আফিফকে নিয়েও চিন্তা ভাবনা করছেন সিলেক্টররা।
এনামুল হক বিজয়ও আছেন বিবেচনায়। একের পর এক ইনজুরিতে গত মার্চের পর আর ওয়ানডে দলে সুযোগ না পাওয়া লিটন দাসের কপাল খুলছে।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ ওয়ানডে সিরিজ, অনেক ক্ষেত্রেই এই সিরিজ তাই বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ। সেই সিরিজের দল ঘোষণা করতেই মহসমস্যায় সিলেকশন প্যানেল।
/এমএইচআর
Leave a reply