আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের শেষ ম্যাচটি শুরু হচ্ছে আজ। জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে মেহেদী হাসান মিরাজদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের সমাপ্তি জয় দিয়েই সারতে চায় টিম টাইগার।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তৃতীয় চক্রের শুরু হয়েছিল জয় দিয়ে। সেটিও সিলেটে পূর্ণ শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে মিরপুরে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ।
মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হয় নাজমুল হোসেন শান্তর দল। তবে পরের সিরিজেই আবার অবিশ্বাস্য কীর্তি। পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের প্রথমবারের মতো ধবলধোলাই করে টাইগাররা।
উড়তে থাকা সেই দলটাই পরের পাঁচ টেস্টে আর জয়ের দেখা পায়নি। ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধবলধোলাইয়ের পর অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। চলমান চক্রে ১১টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। জয় ৩টি ও হার ৮টি। ফলে ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ।
২০১৯-২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে ৭ ম্যাচ খেলে একটিও জয় পায়নি বাংলাদেশ, হেরেছিল ৬টিতে। এক ড্রয়ে বাংলাদেশ সেবার ৯ নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করে। ২০২১-২৩ সালের দ্বিতীয় চক্রে বাংলাদেশ ১২টি টেস্ট খেলে এক জয় ও এক ড্র নিয়ে বাংলাদেশ ছিল পয়েন্ট তালিকার তলানিতে।
৮-এ থাকা ক্যারিবীয়দের বিপক্ষে জ্যামাইকা টেস্টে জিতলেও পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান বদলানোর সম্ভাবনা কমই। এই সিরিজ দিয়ে বাংলাদেশের চক্র শেষ হলেও জানুয়ারিতে পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজ আরও দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে।
/এনকে
Leave a reply