‘মাথা ব্যথা’র নাম ওপেনিং জুটি, ব্যর্থতার বৃত্তে জয়-জাকির-সাদমানরা

|

ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট। একের পর এক পরাজয়ে ব্যর্থতা বৃত্তে বন্দি টাইগার ক্রিকেট। বোলাররা ভালো করলেও বার বার ফুটে উঠছে ব্যাটিং ব্যর্থতা। যার মাঝে সবচেয়ে বড় হতাশা উদ্বোধনী জুটি তথা টপ অর্ডার।

ওপেনিংয়ে ঘুরে ফিরে খেলছেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামরা। অবাক করা হলেও সত্যি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থাকা এই তিন ব্যাটার মিলে সবশেষ ১০ ইনিংসে করেছেন মাত্র এক ফিফটি! ‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবো কোথা’- এমন অবস্থা।

সবশেষ ১৩ ইনিংসে ফিফটির দেখা পাননি জাকির হাসান। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর এখন ওয়েস্ট ইন্ডিজ- কোনো সিরিজেই নিজেকে মেলে ধরতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। সেইসাথে দৃষ্টিকটু আউট বার বার প্রশ্ন তুলেছে তার দলে থাকা নিয়েও।

জাকিরের মতোই ১৩ ইনিংসে ফিফটির দর্শন পাননি মাহমুদুল হাসান জয়। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরে দুই ইনিংসে ৫ ও ৩ রানে ফেরা এই ওপেনার টপ অর্ডারে সবশেষ ২২ ইনিংসে করেছেন দুই ফিফটি! যার একটি গেল বছর আফগানিস্তানের বিপক্ষে, অপরটি নিউজিল্যান্ডের বিপক্ষে।

টাইগার টেস্ট স্কোয়াডের নিয়মিত আরেক মুখ সাদমান ইসলাম। এই তিন ব্যাটারের তুলনা করলে একটু ভালো অবস্থানে আছেন সাদমান। সবশেষ ভারতের বিপক্ষে করেছিলেন ফিফটি। কিন্তু এরপর খেলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে পেরোতে পারেননি এক অঙ্কের কোটা! রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৯৩ করার পরের ১১ ইনিংসে মাত্র এক ফিফটি করেছেন সাদমান।

তিন ব্যাটারের ছোট্ট এই পরিসংখ্যানে স্পষ্ট ওপেনিংয়ের চরম ব্যর্থতা আর অধারাবাহিকতা। এই ব্যর্থতার সমাধান কি বিসিবির কাছেও আছে? ঘুরে ফিরে জয়, সাদমান, জাকির ছাড়া অপশন তৈরি করতে পেরেছে কি বোর্ড? শুধু তাই নয় মুমিনুল, লিটনদের ব্যাটেও নেই ধারাবাহিকতা।

জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে আজ মাঠে নামবে বাংলাদেশ। হারের বৃত্ত থেকে বেরিয়ে ভালো কিছু করতে যে দায়িত্বটা নিতে হবে ব্যাটারদের। কিন্তু মাথা ব্যথার টপ অর্ডার কি এবার সারাতে পারবে পুরনো রোগ? নাকি পুনরাবৃত্তি হবে পুরনো দৃশ্য। সেটিই এখন দেখার পালা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply