কুমিল্লা ব্যুরো:
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যদি শেখ হাসিনার মত পরিণতি না চান তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের মেন্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বধ্যমূল ধারণা জন্মেছে, ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে স্বাধীনতাকামী মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়ে বেশি তো আশীর্বাদ ছিল না, সেই শেখ হাসিনার কি পরিণতি জনগণ করেছে তা আপনারা স্পষ্টভাবে দেখতে পারছেন।
আসিফ মাহমুদ বলেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার আলোচনা করবো এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করবো। তিনি আশ্বাস করেন, যদি বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।
অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কুমিল্লা জেলার বাসিন্দা ৩৫ জন শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
/এনকে
Leave a reply