নওগাঁ সীমান্তে ৬ মহিষসহ চোরাকারবারি আটক

|

স্টাফ করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁর পোরশায় ৬টি অবৈধ মহিষসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । শনিবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ১৬ বিজিবি ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বেজোড় মোড় নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এ সময় বড় আকৃতির অবৈধ ৬টি মহিষ ও মহিষ বহনকারী একটি গাড়িসহ ফারুক হোসেন নামে এক চোরাকারবারিকে হাতেনাকে আটক হয়। আটক ফারুক হোসেন পোরশা উপজেলার সোভাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার সাথে আরো দশ জন জড়িত আছে বলে বিজিবিকে জানিয়েছে আটক ফারুক।

জড়িতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের ও আটক মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলছে। একইসাথে পলাতক  আসামিদের  ধরতে তৎপরতা চলছে বলে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply