ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ৪৭ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মহেশপুর উপজেলার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাংঘাডাঙ্গা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, ১২ জন নারী, ১৯ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। তারা সবাই দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, আটককৃতদেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গত ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত মোট ৯৩৩ জনকে ওই সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
/আরএইচ
Leave a reply