ঝিনাইদহে খাদ্য অপচয়ের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) এই মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
ক্যাম্পেইনে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা ও সেমিনার পরিচালনা করা হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাহিদ আক্তার। এছাড়াও ক্যাম্পেইনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাবিল খান, মিডিয়া ল্যাবের উপ-পরিচালক আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডিআইউর সহযোগী অধ্যাপক আব্দুল কাবিল খান বলেন, বর্তমান বিশ্বে খাদ্য অপচয় একটি বড় সংকট। আমরা কেউই খাদ্য অপচয়ের প্রভাব পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাবের বাইরে নেই।
অধ্যক্ষ নাহিদ আক্তার বলেন, বিদ্যালয় থেকেই খাদ্য অপচয় সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। যাতে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর সমাজ গড়ে দিতে পারি। যেখানে খাদ্যের প্রতি কোনো বৈষম্য থাকবে না।
ক্যাম্পেইনের দ্বিতীয় অংশে ডিআইউ’র শিক্ষার্থীরা রুফ রয়েল ক্যাফে ও রেস্টুরেন্টের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে খাদ্য অপচয়ের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার পরিচালনা করা হয়।
/আরএইচ
Leave a reply