আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

|

সাভার করেসপনডেন্ট:

সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার কাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি।

নিহত যুবকের নাম ফয়সাল কবির (৩২)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিনপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। ফয়সাল স্থানীয় একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত ফয়সালকে এলোপাথাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়তা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলমান রয়েছে। খুব শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply