২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তির পরিকল্পিত ঘটনা। বিএনপি এর সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। সেইসাথে এই ঘটনাকে ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বিভিন্নভাবে দেশ ও অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার অশুভ চেষ্টা চলছে। সব রাজনৈতিক দল সরকারের পাশে আছে। কিন্তু সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে। সরকারের মধ্যেই লুকিয়ে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এ নেতা।
/এমএইচআর
Leave a reply