বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

|

সংখ‍্যালঘু নির্যাতনসহ নানা ইস‍্যুতে ‍ভারতসহ বহির্বিশ্বে বাংলাদেশ বিরোধী প্রচারণা নিয়ে আজ ঢাকায় কর্মরত কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এ সময় এ বিষয়ে সরকারের অবস্থান ও তার স্বপক্ষে যৌক্তিক প্রমাণ তুলে ধরবেন তিনি। তবে এ দফায় ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানদের।

এই ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহসহ সরকারের পক্ষ থেকে সদ্য গ্রেফতার চিন্ময় দাসের বিরুদ্ধে নেয়া আইনি পদক্ষেপ ও বাংলাদেশ নিয়ে কারও কারও চক্রান্তের বিষয়টি তুলে ধরা হবে এবং এ নিয়ে বিশ্বসম্প্রদায়ের সহযোগিতা চাইবে ঢাকা।

৫ আগস্টের পর ঢাকা-দিল্লি সম্পর্কে অব‍্যাহত টানাপোড়েনের মধ্যে এই প্রথম এ নিয়ে বিদেশিদের অবহিত করতে যাচ্ছে সরকার।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply