ভারতের অপপ্রচারের বিরুদ্ধে দেশের মিডিয়াকে সত্য তুলে ধরার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

|

রংপুর ব্যুরো:

পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। বলেন, বাংলাদেশের মিডিয়া সত্যটা জানে, সত্য তুলেও ধরে। আমি অনুরোধ করবো আপনারা তাদের মিথ্যার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরুন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।

সোমবার (২ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজখবর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবেন। এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়েও কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। বিকেলে বিভাগীয় কৃষি কর্মকর্তাদের সাথে তার বৈঠকের কথা রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply