ইউক্রেনের আরও ২ অঞ্চল দখলে নিলো রাশিয়া

|

ফাইল ছবি

ইউক্রেনের দোনেৎস্কের আরও দুটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। নিয়ন্ত্রণে নিয়েছে পূর্বাঞ্চলীয় পেত্রিভকা ও ইলিনকা বসতি। রোববার (১ ডিসেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।

এর আগে, ইউক্রেনের পোকরোভস্কে ২২ দফায় হামলা চালায় মস্কো। দিনিপ্রো-পেত্রোভস্কে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে অন্তত চারজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক ভবন। খারকিভ, আভদিভকা, ঝাপোরিঝিয়া এবং খেরসনেও চলে অভিযান। একইদিন, রাশিয়ার বিভিন্ন স্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন।

রুশ বিমান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে অর্ধশতাধিক ড্রোন। শতাধিক ফ্রন্টলাইনেও তুমুল সংঘর্ষে জড়ায় দুই বাহিনী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply