সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি :
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে না জানিয়ে বাংলাদেশে আলু পাঠাচ্ছে দিল্লির বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মালদা, হিলি, চ্যাংড়াবান্দা সীমান্ত দিয়ে ভারত সরকার আলু বাংলাদেশে পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না।
নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এসব আলু বাংলদেশে পাঠায় বলে জানান তিনি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধিবেশনে বিধায়কদের প্রশ্নোত্তর পর্বে এই অভিযোগ করেন তিনি।
তিনি জানান, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ৬ লক্ষ ২ হাজার মেট্রিকটন আলু মজুত আছে। সেটা আগামী দুই মাসের জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে পর্যাপ্ত। তবে বেশি মুনাফার জন্য কিছু অসাধু ব্যবসায়ী সেই আলু অন্য রাজ্যে কিংবা বিদেশে পাঠানোর চেষ্টা করছে।
নতুন আলু বাজারে আসতে এখনও ১০-১৫ দিন দেরি হবে। ঝড় বৃষ্টির জন্য সেই আলু আসতে দেরি হচ্ছে।
তিনি আরও জানান, সাধারণত প্রতিবছর ২৫ ডিসেম্বরের মধ্যে কলকাতার বাজারে নতুন আলু এসে যায়। এবার প্রতিকূল আবহাওয়ার কারণে নতুন আলু বাজারে আসতে জানুয়ারির ১০-১৫ তারিখ হয়ে যাবে বলেও জানান তিনি। কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভ করতে চাচ্ছে। তাদের তালিকা পাওয়া গেছে। এ বিষয়ে সরকার ব্যবস্থা নিবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে আলু পেঁয়াজ রফতানি হচ্ছে বাংলাদেশে, সোমবার পেট্রাপোল সীমান্তের এক জনসভায় তা স্থায়ীভাবে বন্ধের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনে তা তথা বিজে শুভেন্দু অধিকারী। যদিও তার হুমকি কে উপেক্ষা করেই সীমান্ত বাণিজ্য অব্যাহত রয়েছে এবং পণ্যবাহী ট্রাক চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।
/এএস
Leave a reply