জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে শেষ হলো বায়ার্ন মিউনিখের সফর। লেভারকুজেনের কাছে ১-০ গোলে হেরে শেষ ষোল থেকে বিদায় নিয়েছে বুন্দেসলিগায় এখন পর্যন্ত অপরাজিত বায়ার্ন।
ম্যাচের ১৭ মিনিটে সবচেয়ে বড় ধাক্কা খায় বায়ার্ন। প্রতিপক্ষের ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়ার। ২০০৪ সালে শুরু পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এবারই প্রথম বহিষ্কার হওয়ার তিক্ত অভিজ্ঞতা হলো জার্মান তারকা গোলরক্ষকের। এক দিকে চোটের কারণে দলে নেই কেইন অন্যদিকে নয়ারের লাল কার্ডে দশ জনের দল নিয়ে চাপে পড়ে বায়ার্ন।
তারপরও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দলটি। ৬৯তম মিনিটে ব্যবধান গড়ে দেয়া গোলটি পেয়ে যায় লেভারকুজেন। এরপর আর সমতা ফিরতে পারেনি দলটি। নাইজেরিয়ার মিডফিল্ডার টেলার দেয়া একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লেভারকুজেন।
/এসআইএন
Leave a reply