সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

|

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, সাবেক মন্ত্রী আমির হোসের আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে কড়া নিরাপত্তায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এই দুই মন্ত্রীকে আজ বুধবার আদালতে হাজির করার নির্দেশ দেন।

চিফ প্রসিকিউটর জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply