আদালতে আবুল কালাম আজাদ, বাইরে বিক্ষোভ

|

জামালপুর করেসপডেন্ট:

জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতা পরিকল্পনার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আদালতে থাকা অবস্থায় তার ফাঁসির দাবিতে বাইরে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (আমলী) বিচারক রোমানা আক্তার এই আদেশ দেন।

আবুল কালাম আজাদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব, এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য।

আইনজীবীরা জানান, নাশকতা পরিকল্পনার দুটি মামলায় আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এরপর জামিনের জন্য আবেদন করে আসামিপক্ষের আইনজীবীরা। পরে জামিন শুনানির জন্য পরবর্তী একটি দিন ধার্য করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী আমান উল্লাহ আকাশ বলেন, এই দুই মামলায় উল্লেখ করা তারিখে আসামি আবুল কালাম আজাদ জামালপুরে অবস্থান করেননি।

বৈষম্যবিরোধী আন্দোলনের জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইখলাস বলেন, আওয়ামী লীগের আমলে সাধারণ মানুষের ওপর নানাভাবে অত্যাচার করা হয়েছে। সেইসঙ্গে, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে ওই আমলে। আমরা সাবেক প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের ফাঁসি চাই।

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা এবং ৩ আগস্ট ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিকল্পনাকারী হিসেবে করা দুটি মামলায় আসামি করা হয়েছে আবুল কালাম আজাদকে।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply