দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে অর্ধসহস্রাধিক কর্মীকে আটক করেছে স্থানীয় পুলিশ। বুধবার (৪ আগস্ট) এই বিক্ষোভ চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। সমাবেশ থেকে ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেফতার করে চেন্নাই পুলিশ। খবর, টাইমস অব ইন্ডিয়া’র।
বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি সংগঠনের প্রধান রাজু। এছাড়া সাবেক রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজান, আরএসএস কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইসামি এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।
জানা যায়, বিক্ষোভস্থলটি অলওয়ারপেটে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন থেকে সাত কিলোমিটার দূরে। স্থানীয় সাংবাদিকদের দাবি, বিক্ষোভকারীরা উপহাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি।
ইতোমধ্যেই চেন্নাই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃতদের মধ্যে নারী এবং বিভিন্ন সংগঠনের সমর্থকরাও রয়েছেন।
উল্লেখ্য, কয়েক বছর আগে চেন্নাইয়ে বাংলাদেশ উপহাইকমিশন চালু করা হয়। সাম্প্রতিককালে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েনের মধ্যে এ ধরনের বিক্ষোভ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
/এমএইচআর
Leave a reply