২৪ ঘণ্টার নোটিশে ত্রিপুরা ও কলকাতা থেকে ২ কূটনীতিককে ফিরিয়ে নিলো ঢাকা

|

মাত্র ২৪ ঘণ্টার নোটিশে ভারতের কলকাতা ও ত্রিপুরা থেকে দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

ফিরিয়ে নেয়া দুই কূটনীতিকরা হলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান।

এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা ডেপুটি হাইকমিশন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

এগিকে গত ২৮ নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র ভারতীয়। হামলায় হাইকমিশনে পতাকা টাঙানোর পুল ভাঙচুর করা হয় এবং আগুন দেয়া হয় জাতীয় পতাকায়। এরপরই অন্তর্বর্তী সরকার ওই হাইকমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply