চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িত রিপন দাস (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন কোতোয়ালী থানার পাথরঘাটার হরিশ চন্দ্র লেইনের সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। তিনি নগরীর চকবাজার এলাকার একটি ফার্মেসিতে চাকরি করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে রিপন দাসকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী থানার একটি টিম আনোয়ারা থানা এলাকা থেকে রিপন দাসকে গ্রেফতার করেছে।
রিপন দাস এজাহারভুক্ত আসামি নয়। আলিফ হত্যায় পাওয় ভিডিও ফুটেজে রিপন দাসকে নীল রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় হাতে বটি নিয়ে দেখা গেছে বলেও জানান তিনি।
এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভৈরব উপজেলা থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেফতার করা হয়। এই মামলায় গত ২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত ৯ জন আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছিলেন।
গত ২৯ নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আলিফের বাবা জামাল উদ্দীন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন, কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য।
গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তিনি লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার বাসিন্দা।
/এনকে
Leave a reply