দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা না গেলে ষড়যন্ত্র চলতেই থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মৈত্রী সংঘ মাঠে শাহাজাহানপুর থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতা পেয়ে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গিয়েছিল। ক্ষমতা ধরে রাখতে মানুষের ওপর জুলুম করা হয়েছে। সে কারণেই তাদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে তামাশার নির্বাচন করা হয়েছে। সংস্কার না করে নির্বাচন দিলে তা ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মুজিবুর রহমান আরও বলেন, জীবন দিয়ে হলেও স্বাধীনতা সমুন্নত রাখতে প্রস্তুত দলের কর্মীরা। যোগ্যদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকলে মানুষ বঞ্চিত হবে না বলেন তিনি।
/এনকে
Leave a reply